Header Ads Widget

Responsive Advertisement

ঈদের পরের বিধিনিষেধেও মাঠে থাকবে সেনাবাহিনী


 

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে পবিত্র ঈদুল আজহার পর ২৩ জুলাই সকাল থেকে আবার যে কঠোর বিধিনিষেধ শুরু হবে, তাতেও টহলে থাকবেন সেনাবাহিনীর সদস্যরা। আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ করোনার বিধিনিষেধ নিয়ে যে আদেশ জারি করেছে, তাতে এ কথা বলা হয়েছে।

বিজ্ঞাপন

জেলা ম্যাজিস্ট্রেট জেলাপর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে সমন্বয় সভা করে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র‍্যাব ও আনসার নিয়োগ এবং টহলের অধিক্ষেত্র, পদ্ধতি ও সময় নির্ধারণ করবেন।

মন্ত্রিপরিষদ বিভাগের আদেশে বলা হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চলমান বিধিনিষেধ ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত শিথিল থাকবে। ঈদের পর ২৩ জুলাই সকাল ছয়টা থেকে আগামী ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত আবার কঠোর বিধিনিষেধ আরোপ থাকবে।

Post a Comment

0 Comments