Header Ads Widget

Responsive Advertisement

রাজধানীর রাস্তা চেনা রূপে ফেরার ইঙ্গিত

 








কঠোর বিধিনিষেধ উঠিয়ে দেওয়ার ঘোষণায় সড়কে বেড়েছে যানবাহনের চাপ। ফলে রাজধানীর বেশ কিছু সড়কে সকাল থকেই ছিল যানজট। শেরেবাংলা নগর, মিরপুর রোড, ১৩ জুলাই।

ছবি: দীপু মালাকার

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের জারি করা কঠোর বিধিনিষেধের ১৩তম দিন আজ মঙ্গলবার। আজ সকাল থেকে ঢাকার ফার্মগেট, তেজগাঁও, মৌচাকসহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, সড়কে রিকশা, মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি ও মাইক্রোবাসের চাপ রয়েছে। মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তল্লাশিচৌকি থাকলেও ঢিলেঢালা ভাব। ঢাকা ফিরে যাচ্ছে আগের চিত্রে।

ঈদুল আজহা সামনে রেখে ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে চলা বিধিনিষেধ শর্তসাপেক্ষে শিথিল রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ মঙ্গলবার এ নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রীপরিষদ বিভাগ। বিধিনিষেধ শিথিলের দুই দিন আগেই রাজধানীর রাস্তায় ঢিলেঢালা ভাব দেখা গেছে।

Post a Comment

0 Comments